বন্দরে অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ঘারমোড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম চর-ঘারমোড়া এলাকার মৃত খোরশেদ আলম মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে চর-ঘারমোড়াস্থ তার নিজবাড়ীতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতকে ওই ওয়ারেন্টে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।