বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে চায়ের দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে আমির হোসেন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিককে বেদম ভাবে পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নূরপর্দি এলাকার আহাম্মদ হোসেন মিয়ার চায়ের দোকানে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত গার্মেন্টস কর্মী অমির হোসেন বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে স্থানীয় সন্ত্রাসী মামুন ও শাহীনসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার নূরপর্দি এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী আমির হোসেনের সাথে একই এলাকার বাদল মিয়ার ছেলে মামুন ও একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহীন গং এর সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে ১০টায় উল্লেখিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গার্মেন্টর্স কর্মীকে হত্যা করার উদ্দেশ্যে একই এলাকার জনৈক আহাম্মদ মিয়ার চায়ের দোকানে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা চায়ের দোকান ভাংচুর চালিয়ে গার্মেন্টস কর্মী আমিরকে বেদম মারপিট করে নিলা ফুলা জখম করে পালিয়ে যায়।