1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে মাদক কারবারীর হামলায় পুলিশের সাবেক সহকারী দারোগা আহত শাকিল সাইফুল্লাহকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি ঘোষণা বন্দরে জিয়া স্মৃতি সংসদে কম্বল বিতরন বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্দরে লিফলেট ও মিথ্যাচারের বিরুদ্ধে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বন্দরে লিফলেট বিতরণ কালে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক সুজুসহ আটক-৪ বন্দরে আওয়ামীলীগ নেতার হামলায় মিজানুর মেম্বার জখম নগদ টাকা লুট শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি ঐতিহাসিক সোনারগাঁওয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু রক্ষায় মানববন্ধন

বন্দরে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্রসহ ৫ জন জখম, সন্ত্রাসী পিংকি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বন্দরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় দিনমজুর পিতা-পুত্রসহ ৫ জন গুরুতর আহতের মামলার কিশোর গ্যাং এর লিডার শেখ সিফাতের ঘনিষ্ট সহযোগী ২নং এজাহারভ’ক্ত আসামী অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন পিংকি (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ । গত সোমবার (১২ সেপ্টম্বর) রাতে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে ঐ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পিংকি বন্দর থানার ১৯৩নং ছালেহনগরস্থ বাংলাদেশ পাড়া এলাকার নুর হোসেন মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (১২ সেপ্টম্বর) রাত ৮টায় বন্দর থানার বাংলাদেশ পাড়া জনৈক বাবুল মিয়ার পুকুর সংলগ্ন পাকা রাস্তার উপর ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত দিনমজুর ইউনুস মিয়া বাদী হয়ে কিশোর গ্যাং এর মূলহোতা শেখ সিফাত ও গ্রেপ্তারকৃত অপর অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন পিংকিসহ ১১ জন কিশোর সন্ত্রাসীদের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(৯)২২ ধারা- ৩২৩/৩৭৯/ ৩৪১/৩০৭/ ৩২৪/ ৫০৬/ ৩২৬/ ১৪৩/ ১১৪ পেনাল কোড ১৮৬০। পুলিশ গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সাখাওয়াত হোসেন পিংকিকে ওই মামলায় গত মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর বাড়ইপাড়া এলাকার দিনমজুর ইউনুছ মিয়ার ছেলে রহিত (২১) র্দীঘ দিন ধরে শহরের একটি হোসিয়ারী কারখানায় কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় হোসিয়ারী শ্রমিক রহিত কাজ শেষে বাড়ী ফেরার সময় বন্দর থানার ছালেহনগরস্থ বাংলাদেশপাড়া জনৈক বাবুল মিয়ার পুকুরপাড়ে সামনে আসলে ওই সময় ওৎ পেতে থাকা কিশোর গ্যাং এর লিডার শেখ সিফাতের নেতৃত্বে মাদক ব্যবসায়ী সাখায়াত হোসেন পিংকি, আল-আমিন, মাদক ব্যবসায়ী কালা জুম্মান, ফয়সাল, ছালেহনগর এলাকার রাব্বি, ইয়াছিন, শাহ আলম, বাবু সিকদার, পাভেল ও আশরাফুল ওরফে কালুসহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হোসিয়ারী শ্রমিক রহিতের উপর অতর্কিত হামলা চালায়। ঐ সময় হামলাকারিরা রহিতকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে কুপিয়ে জখম করে। ঐ সময় আহতের ডাক চিৎকার শুনে হোসিয়ারী শ্রমিকের পিতা ইউনুছ, ছোট ভাই রোহান, কাশেম ও জাহিদুল তাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাদেরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর জখম হোসিয়ারী শ্রমিক রহিতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দরে বিশেষ পেশার এক ব্যাক্তি শ্লেটারে বন্দর শাহী মসজিদ এলাকার রিং শাহীনের ছেলে বন্দরে কিশোর গ্যাং এর মূলহোতা শেখ সিফাতের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা বেপরোয়া হয়ে উঠেছে। কিশোর গ্যাং এর মূল্যহোতা শেখ সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে শাহীমসজিদ, ছালেহনগর, বাংলাদেশপাড়া ও বাড়উপাড়া এলাকাবাসী চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে। উল্লেখিত এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে কিশোর গ্যাং এর মূল্য হোতা সন্ত্রাসী শেখ সিফাতসহ তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সচেতন মহল।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com