বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মারুফ (১৬) নামে এক দাখিল পরিক্ষার্থী মারাত্মক ভাবে জখম হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারি বখাটে সন্ত্রাসী রাজ (১৮)কে গনপিটুনী দিয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১টায় বন্দর উপজেলার কলাগড়াছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ মাঠে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত মাদ্রাসা ছাত্র মারুফ বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার রমজান আলী মিয়ার ছেলে। সে বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণীতে অধ্যয়রত বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় মাদ্রাসা ছাত্র মারুফকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মদনগঞ্জ ইসলামপুর এলাকার মাদ্রাসা ছাত্র মারুফের সাথে চর-ঘারমোড়া এলাকার ডিউক মিয়ার বখাটে ছেলে রাজ সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে সন্ত্রাসী রাজ ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে মাদ্রাসা ছাত্রের মাথায় এলা পাতারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালানো চেষ্টা করে। ওই সময় প্রত্যেক্শদৃশিরা দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারি সন্ত্রাসী রাজকে আটক করে গনপিটুনী দিয়ে দুপুর আড়াইটায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক গণমাধ্যমকে জানান, মাদ্রাসা ছাত্রের জখমের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী হামলাকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।