বন্দরে শীতলক্ষা নদী থেকে ভাসমান অবস্থায় আল আমিন (৮) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানাধীন ১নং খেয়াঘাটস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ঐ শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু আল আমিন বন্দর লেজারাস আবাসিক এলাকার জনৈক ইউনুস মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টায় শিশু আল আমিন বন্ধুদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে এসে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে ওই দিন বিকেল সাড়ে ৩টায় নিখোঁজ শিশু আল আমিনের মৃত দেহ শীতলক্ষ্যা নদী ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশকে সংবাদ জানায়। পরে খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় মৃত দেহটি উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষ বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদানের পর বিকেল সাড়ে ৫টায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।