বন্দর প্রতিনিধি: বন্দরে শীতলক্ষা নদী নাব্যতা ফিরিয়ে আনতে ভরাট অংশ খনন ও নদী প্রশস্ত করণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লঞ্চঘাটে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি যুগ্ম পরিচালক মাসুদ কালাম, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, সমাজ সেবক ও ব্যবসায়ী চাঁন মিয়াসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এম.এ রশীদ বলেন, শীতলক্ষা নদী ভরাট হয়ে যাওয়ার কারনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নদী খনন কাজের উদ্যোগ গ্রহন করে। নদীটি খনন কাজ সম্পর্ন হয়ে গেলে নৌ চালাচলের ব্যবস্থা আরো সুগম হবে বলে আমি বিশ^াস করি।