লোহার প্লেট গাড়ীতে লোড করার সময় অসাবধানতা বসত প্লেট নিচে পরে গিয়ে ইমরান (২৩) নামে এক ডকইয়ার্ড শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ ট্রলারঘাটস্থ কর্নফুলী ডকইয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান সুদূর কুমিল্লা জেলার তিতাস থানার মজমের কান্দিস্থ পীর সাহেবের বাড়ী এলাকার ইমন মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর থানার ২০নং ওয়ার্ডেরজনৈক জুয়েল মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, ডকইয়ার্ড শ্রমিক ইমরান মদনগঞ্জ ট্রলারঘাটস্থ কর্নফুলী ডকইয়ার্ডে দীর্ঘ দিন ধরে শ্রমিকের কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ১০টায় ডকইয়ার্ড শ্রমিক ইমরান উল্লেখিত প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর জনৈক নুর ইসলাম মিয়ার কাজ করার সময় লোহার প্লেট গাড়ীতে লোড করার সময় অসাবধানতা বসত লোহার প্লেট তার শরীরের উপরে পরে মারাত্মক ভাবে আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় ডকইয়ার্ড শ্রমিক ইমরানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক ডকইয়ার্ড শ্রমিক ইমরানকে মৃত ঘোষনা করে। দূর্ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশদ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।