যথাযোগ্য মর্যাদায় বন্দরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা ভাষা শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও ডেপুটি কমান্ডার কাজী নাছির, বন্দর থানা পুলিশের পক্ষ থেকে থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, কলাগাছিয়া ইউানয়ন আওয়ামী লীগ নেতা আজিজ ও কাজী বশির, শ্রমিকলীগ নেতা এবাদুল্লাহ, বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক সভাপতি মোবারক হোসেন কমল খান ও বর্তমান সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী নেতৃত্বে বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, প্রচার সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদ্যস নাসির উদ্দন, মাহফুজুল আলম জাহিদ, বন্দর প্রেসক্লাব সদস সদস্য মেহেবুব, হৃদয়, প্রাথমিক সদস্য ইকবাল, মুন্না, মামুন, লতিফ রানা, শহীদের স্মৃতিস্তম্বে পুষ্পঅপর্ন করেন। এ ছাড়াও জেলা জাতীয় পাটির সভাপতি সানাউল্লাহ সানু ও বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চুর নেতৃত্বে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজী সুমন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সফি ঢালী, মহানগর জাতীয় পার্টির যুব বিষয়ক যুগ্ম সম্পাদক প্রদিপ, বন্দর থানা যুবসংহতির আহবায়ক ফরহাদ উল্লাহসহ তাদের নেতাকর্মীরা শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
এ ছাড়াও বন্দর ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদের বিদেহী আত্মার শান্তি ও দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।