বন্দরে মেহেদী হাসান (২৫) নামে যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর আকিজ সিমেন্টস্থ আরসিম মসজিদ গল্লীর জনৈক সুজন মিয়ার ভাড়াটিয়া ঘরে আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে ঐ যুবক আত্মহত্যা করে। আত্মহত্যাকারি যুবক মেহেদী হাসান সুদূর বরিশাল জেলার উজিরপুর থানার বড় কাঠা গ্রামের দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি যুবকের পিতা দুলাল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যার অপমৃত্যু মামলা নং- ৩৭ তাং- ২৮-৮-২২ইং।
এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে, র্দীঘ দুই বছর ধরে মেহেদী হাসান তার স্ত্রীকে নিয়ে একরামপুর আরসিম মসজিদ গল্লী এলাকার জৈনক সুজন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। শনিবার সকালে মেহেদী হাসান সকলের অগচরে ভাড়াটিয়া ঘরে আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনাটি স্থানীয় এলাকাবাসী বন্দর থানা পুলিশকে অবগত করলে সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী এসআই আলমগীর জানান, লাশের গায়ে আঘাতে চিহিৃত রয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তার তাৎক্ষনিক জানা যায়নি। কারন জানার জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যাকারী যুবকের পিতা বাদী হয়ে ওই দিন বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।