বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা হলো মেরিন শিপবিল্ডিং র্কোসের ৩য় বর্ষের ছাত্র কৌশিক (১৮) মাহি (১৮) ও রাহিম (১৮)। আহতদের জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২র্মাচ) দুপুর ১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ মেরিন টেকনোলজি ক্যাম্পাসে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে আহত শিক্ষার্থী কৌশিক গণমাধ্যমকে জানায়, আমিসহ আমার সহপাঠী মাহি ও রাহিম মেরিন শিপবিল্ডিং কোর্সের ২য় বর্ষে অধ্যয়নরত আছি । বেশকিছু দিন ধরে আমাদের সিনিয়র ভাই শিপ বিল্ডিং কোর্সের ৩য় বর্ষের ছাত্র মুন, আবির, বিজয় , আলামিন, নাঈম ও জয় কারণে বা অকারণে দীর্ঘদিন যাবত আমাদের সাথে খারাপ আচরণ করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আমিসহ আমার সহপাঠীরা ভাইবা পরিক্ষা দিয়ে হল রুমে থেকে বের হয়ে মেরিন ক্যাম্পাসের সামনে আসলে ওই সময় পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের সিনিয়র ভাই মুন ও আবিরের নেতৃত্বে উল্লেখিতরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ঐ সময় হামলাকারিরা আমাদেরকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে মেরিন টেকনোলজির অধ্যক্ষ আকরাম আলী সংঘর্ষের ঘটনা সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় থাকার নির্দেশ প্রদান করেছি। সে সাথে তাদেরকে লিখিত ভাবে অভিযোগ দেওয়ার কথা বলেছি। অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।