বন্দরে ২১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ জুবায়ের (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (৮ র্মাচ) রাতে বন্দর উপজেলার মদনপুরস্থ ইসলামিয়া সুপার মার্কেটের একটি মুদি দোকানে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঐ সময় পুলিশ মাদক ব্যবসায়ীর ব্যবহারকৃত একটি মটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জুবায়ের বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার হাজী শামছুল হক মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১৭(৩)২৩।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ ফুলহর মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ মাদক ব্যবসায়ী জুবায়ের দেহ তল্লাশী চালিয়ে উল্লেখিত ইয়াবা উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীকে মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জুবায়ের মদনপুর ইসলামীয়া সুপার মার্কেটে মুদী দোকানের অন্তরালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।