বন্দরে মিশুক চালক ফেরদৌস হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী রাকিব ও পলাতক আসামী শিপলুসহ সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসি দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা আহাম্মেদ তুষার সমর্থক গোষ্ঠী উদ্যোগে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আহাম্মেদ তুষার মাইনউদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বুরুন্দী এলাকার সমাজ সেবক হাজী সুমন প্রধান, হাজী নাসির উদ্দিন, মনির মাষ্টার, মফিজুল ইসলাম ও হাজী মোঃ কবির হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরে মিশুক ছিনতাইয়ের ঘটনা অনেককাংশে বের গেছে। ছিনতাইকারিদের অস্ত্রের আঘাতে রাতের আধারে অকালে ঝড়ে পরছে নিরিহ মানুষের তাজা প্রান। মিশুক চালক ফেরদৌস হত্যাকান্ডের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারি রাকিবকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে র্যাব-১১। কিন্ত এ হত্যা মামলার অপর আসামী শিপলু এখনো রয়েছে ধরা ছোয়ার বাহিরে। আমরা অনতিবিলম্বে খুনি শিপলুসহ সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।