বন্দরে ফেরি করে মাদক বিক্রির সময় ২০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ যাত্রাবাড়ী এলাকার ইয়াবা ব্যবসায়ী জনি ফকির (২৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত শনিবার (২৬ নভেম্বর ) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নিউ মদিনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি ফকির ঢাকা যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকার জনৈক বাচ্চু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত জামাল হোসেন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনি ফকিরকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(১১)২২। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জনি ফকির দীর্ঘ দিন ধরে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ী জনি ফকির ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর নিউ মদিনা হোটেলের সামনে ইয়াবা বিক্রির করার সময় ধামগড় ফাঁড়ী পুলিশ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫’শ ১০ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।