বন্দরে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ৮টি ভবনের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিচ্ছিন্ন করা হয় ৫৭টি অবৈধ গ্যাস সংযোগ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা পোণে একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বন্দরের আমিন আবাসিক এলাকার এক নম্বর গলিতে অভিযান চালিয়ে এ অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়। বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)সুরাইয়া ইয়াসমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ দিকে প্রতিটি সংযোগ নিতে তিতাস গ্যাস অফিসের দালালদের মোটা অংকের টাকা দিয়েছেন ভবন মালিকরা জানান ।