র্যাব-১০ কর্তৃক বন্দরে বিপুল পরিমান ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তারকৃত ফিরোজ আহম্মেদ (৪৫) ও অপর মাদক ব্যবসায়ী হানিফ (৩৬)কে দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত রোববার (৩১ অক্টোবর) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তছলিম উদ্দিন গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে গত মঙ্গলবার বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যার মামলা নং- ৩৮(১০)২২। রিমান্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর থানার জালুয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী ছেলে ফিরোজ আহাম্মেদ (৪০) ও একই জেলার একই থানার মফিজুল ইসলামের ছেলে হানিফ (৩৬)।
এ ব্যাপারে মামলার তদনতকারি কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলাটি তদন্ত স্বার্থে পলাতক আসামী আব্দুর রশীদকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় র্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপ সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ফুলহর আসমানী ও হিমালয় পরিবহনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা গামী একটি ট্রাকে তল্লামী চালিয়ে ৩ হাজার ১শ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ১৯ হাজার ২’শ টাকা উদ্ধারসহ উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় র্যাব-১০ এর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কলীকৃষ্ন নগর এলাকার ছবুর মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ।