নিজ বাসা বাড়ি পানির পাম্প চালাতে গিয়ে বন্দরে আনাস (২২) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। গত সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র আনাস উল্লেখিত এলাকার হাজী ইসমাইল মিয়ার ছেলে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী গনমাধ্যমকে জানান, সোনাকান্দা এনায়েতনগর এলাকার কলেজ ছাত্র আনাস সোমবার বিকেলে তাদের নিজবাড়িতে পানির পাম্প চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে বাড়ি লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যুবরণের বিষয়টি থানা পুলিশকে অবগত না করে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে লাশ বাড়িতে এনে ঘটনার ওই দিন উক্ত এলাকায় নিহত কলেজ ছাত্র আনাসের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পন্ন করে নিহতের স্বজনরা।