1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

বন্দরে বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

বন্দরে বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত ডকইয়ার্ডে প্রবেশ করে প্রতিষ্ঠানের ম্যানেজারের অফিস কক্ষের দরজার তালা ও রিভিটার সপ এবং ওয়েলডিং সপ রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকাসহ ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি স্ক্যানার ও সিসি ক্যামেরার যাবতীয় যন্ত্রাংশ, পিএবিএক্স টেলিফোনের সম্স্ত যন্ত্রাংশসহ, ওয়েলডিং রুমে থাকা ওয়েলডিং ক্যাবল, বৈদুতিক ক্যাবল ও ১টি চেইন কপ্পা চুরি করে ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে।

গত শনিবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে বন্দর থানার নবীগঞ্জের উত্তর নোয়াদ্দাস্থ বিআইডবিলউটিসি ৩নং ডকইয়ার্ডে এ চুরি ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডের অফিস সহকারি আনোয়ার জাহিদ ভূইয়া বাদী হয়ে গত শনিবার রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২(২)২৩ ধারা- ৪৫৭/৩৮০পেনাল কোড-১৮৬০।

এ ব্যাপারে ডকইয়ার্ডের সিকিউরিটি র্গাড শাহ আলম জানান, গত শনিবার রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ডকইয়ার্ডে প্রবেশ করে। পরে ম্যানেজার স্যারের রুমের তালা কেটে বিভিরে প্রবেশ করে কম্পিউটার, র‌্যাপটপ, নগদ ৬০ হাজার টাকাসহ উল্লেখিত মালামাল চুরি করে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধন করে। পরে চুরি বিষয়টি আঁচ করতে পেরে আমি বিষয়টি বিআইডব্লিউটিসি ৩নং ডকইয়ার্ডের অফিস সহকারি আনোয়ার জাহিদ ভূইয়াকে মোবাইল ফোনে অবগত করি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, ডকইয়ার্ডে চুরি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com