বন্দরে পান পড়া খাইয়ে ১ সন্তানের জননী (৩০)কে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট ভন্ড কবিরাজ এবাদুল (৪২)কে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভন্ড কবিরাজ এবাদুল বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার দ্বীল মোহাম্মদ মিয়ার ছেলে। এ ব্যাপারে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে গত বুধবার (৫ অক্টোবর) রাতে লম্পট ভন্ড কবিরাজকে আসামী করে বন্দর থানায় ধর্ষন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭(১০)২২।
এর আগে গত সোমবার ( অক্টোবর) সকাল ৭টায় বন্দর থানার শান্তিনগরস্থ ভন্ড কবিরাজের বসত বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার পর ওই দিন দুপুরে শ^শুড়ের জিম্মায় ধর্ষিতা গৃহবধূকে তাকে হস্তান্তর করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, ধর্ষিতা ১ সন্তানের জননী স্বামী র্দীঘ দিন ধরে প্রবাসে জীবন যাপন করার পর গত ৩ মাস পূর্বে দেশে আসে। প্রবাসী স্বামী দেশে ফিরে আর্থিক ভাবে অভাব অনাটন দেখা দিলে সে একটি ড্রেজারে চাকুরি নেয়। ড্রেজারে চাকুরিরত অবস্থায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার দ্বীল মোহাম্মদ মিয়ার ছেলে ভন্ড কবিরাজ এবাদুল ভিকটিমের স্বামীকে বলে তোমার চোখে মুখে দেনার ছাপ দেখা যাচ্ছে। তুমি দেনায় জর্জরিত। কদিনের পরে তুমি ভাড়াটিয়া হয়ে যাবে। বাড়ি সবাই মিলে তোমাকে যাদু টোনা করেছে। ভন্ড কবিরাজের কথা বিশ্বাস করে ভিকটিমের স্বামী সরল বিশ্বাসে গত রোববার ( ২ অক্টোবর) বিকেল ৪টায় প্রবাস ফেরৎ স্বামী ভিকটিমকে ঘুরতে যাওয়ার কথা বলে ভিকটিমকে ভন্ড কবিরাজের বাড়িতে নিয়ে যায়। পরে প্রবাস ফেরৎ স্বামী তার স্ত্রীকে ভন্ড কবিরাজের সাথে পরিচয় করে দেয়। ওই সময় ভন্ড কবিরাজ এবাদুল ঘরে আসর বসিয়ে প্রবাসী স্ত্রীকে জানায় আপন লোক যাদু টোনা করেছে। ওই যুদুটোনা থেকে মুক্তি পেতে হলে সোমবার (৩ অক্টোবর) ভোর ৬টায় মধ্যে তার বসত বাড়িতে আসতে হবে। সরল বিশ্বাসে ভিকটিম ও তার স্বামী ওই তারিখ মোতাবেক ভোর সাড়ে ৫টায় ভন্ড কবিরাজের বাড়িতে আসে। ওই সময় ভন্ড কবিরাজ কৌশলে স্বামীকে ঘরের বাহিরে রেখে গৃহবধূকে ঘরে ডেকে নিয়ে পানের সাথে নেশা জাতীয় ঔষধ সেবনের মাধ্যমে অচেতনের পর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের পর ৭ দিন ভন্ড কবিরাজের কাছে রাখার চেষ্টা করে।
এ ঘটনায় ভ’ক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় ধর্ষককে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।