বন্দরে পাগলা কুকুরে কামড়ে ২ সন্তানের জননী আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূ মারাত্মক ভাবে জখম হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। আহত গৃহবধূ আমেনা বেগম উল্লেখিত এলাকার দিনমজুর বিটু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে কুকুর নিধন অভিযান শিথিল থাকায় বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় পাগলা কুকুরের পাশাপাশি পঁচন ধরা কুকুরে সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কুকুরে উৎপাতে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারন মানুষ। প্রতিদিন বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় কুকুরের আক্রমনের শিকার হচ্ছে শিক্ষার্থীসহ সাধারন জনগন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শান্তিনগর এলাকায় পাগলা কুকুরে কামুড়ে দুই সন্তানের জননী আমেনা বেগম নামে এক গৃহবধূ মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতকে জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাগলা কুকরের আতঙ্ক থেকে রেহাই পাওয়ার জন্য নাসিক মেয়র ডঃ সেলিনা হায়াৎ আইভী ও বন্দর উপজেলা নির্বাহী বি.এম. কুদরত এ খুদার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।