বন্দরে দিন দুপুরে ‘আশা’ এনজিও এক কর্মকর্তাকে বেদম ভাবে কুপিয়ে নগদ ৭১ হাজার ৪’শ ১০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গত সোমবার (৯ জানুয়ারী) রাতে হামলাকারি সন্ত্রাসী ইমনসহ অজ্ঞাত নামা ২ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(১)২৩ ধারা- ৩৯৪ পেনালকোড-১৮৬০। তবে এ ঘটনায় ছিনতাইকারি ইমরানকে গ্রেপ্তারের কোন সংবাদ জানাতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার (৯ জানুয়ারী) বেলা পৌনে ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দাস্থ নাসিক মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের বাড়ি সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার রায়পুর থানার জংলীশিবপুর এলাকার আব্দুর ওহাব মিয়ার ছেলে আল আমিন (৩৫) দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি-সোনাকান্দা ব্রাঞ্চ আশা এনজিওতে চাকুরি করে আসছে। এর ধরাবাহিকতায় গত ৯ জানুয়ারী সোমবার সকাল ৮টায় আল-আমিন কিস্তির টাকা উঠানোর জন্য বাহির হয়। পরে সকাল পৌনে ১১টার সময় দড়ি-সোনাকান্দা এলাকার মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের বাসার পাশে শাফায়াত উল্ল্যাহ পোকন এর বাড়ী সামনে পাকা রাস্তার উপর পৌছালে বিবাদী ইমরান পিছন দিক দিয়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে উল্লেখিত নগদ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল হাসান হাওলাদার গনমাধ্যমকে জানান, ইমরানকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।