বন্দরে নিরীহ সঞ্জিত চন্দ্র দাসের পৈতৃক ও খরিদকৃত সম্পত্তি অবৈধ ভাবে দেওয়াল নির্মাণের মাধ্যমে দখল করে নিয়ে যাওয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দিপক কুমার সাহাগং এর বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী সঞ্জিত চন্দ্র দাস বাদী হয়ে দিপক কুমার সাহাকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিধি ১৪৫ ধারায় পিটিশন নং ১১৩/২০২৩ দায়ের করেন।
এ ব্যাপারে ভ’ক্তভোগী সঞ্জিত চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, শহরের কালীবাজার ৫৭নং কে.এফ টাওয়ার এলাকায় বসবাসরত মৃত শান্তি রঞ্জন সাহা ছেলে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুৃমার সাহা দীর্ঘ দিন ধরে আমার পিতা মৃত গোপাল চন্দ্রের রেখে যাওয়া কলাগাছিয়া ইউনিয়নের দিঘলী এলাকায় ২ শতাংশ জমি ও আমার চাচার কাছ থেকে খরিদকৃত আরো ৪ শতাংশ জায়গাসহ বসত ঘর দখলের পাঁয়তারা করে আসছে। এ ঘটনায় আমি তাকে বাধা প্রদান করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত আমাকে মানসিক, সামাজিক ভাবেসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। দীপক কুমার সাহা ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী অত্যাচার সইতে না পেরে এ ঘটনায় সম্প্রতি সময়ে আমি বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি। বিবাদী দীপক কুমার সাহা বিজ্ঞ আদালতে দায়েরকৃত ফৌঃ কাঃ বিধি ১৪৫ ধারা অমান্য করে অদৃশ্য শক্তির বলে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমার পৈতৃক ও খরিদকৃত সম্পত্তি দখল কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ ঘটনায় দীপক কুমার সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ভূমিদস্যু দীপক কুমার সাহা ও তার সন্ত্রাসী বাহিনী দখল কর্মকান্ড বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামানা করেছেন ভূক্তভোগী সঞ্জিত চন্দ্র দাসসহ তার পরিবার।