বন্দরে পানি আনার কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ১০ বছরের অবুঝ হোসিয়ারী কর্মীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক আলমগীর ওরফে আলম (৫৫)কে গ্রেপ্তার করেছে। গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে বন্দর থানার রুপালী আবাসিক এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে ধর্ষিতা হোসিয়ারী কর্মীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে লম্পট আলমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(১২)২২।
এর আগে গত ৮ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর থানার ২১নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকার মাহবুবা চায়না এর ভাড়াটিয়া বাড়িতে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত লম্পট হোসিয়ারী মালিক আলমগীর ওরফে আলম চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোটুপি এলাকার মৃত হাফেজ মোল্লা মিয়ার ছেলে। বর্তমানে সে উল্লেখিত এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীনীর ১০ বছরের মেয়ে দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকায় জনৈক আক্তারুজ্জামানের বিল্ডিং এর ৩য় ও ৪র্থ তলায় জনৈক রিপন মিয়ার “মা বাবার দোয়া” নামক হোসিয়ারী কারখানায় শ্রমিকের কাজ করে আসছে। গত ৮ ডিসেম্বর দুপুরে লম্পট আলমগীর ওরফে আলম মিয়া হোসিয়ারী কর্মীকে পানি আনার জন্য তার বাড়িতে পাঠায়। ওই সময় লম্পট আলম মিয়া পানি আনার কথা বলে অবুঝ হোসিয়ারী কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধ জোর পূর্বক ভাবে ধর্ষন করে। পরে লম্পট ধর্ষক হোসিয়ারী কর্মীকে ধর্ষনের বিষয়টি গোপন রাখার কথা বলে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বিষয়টি ধর্ষিতা হোসিয়ারী কর্মী তার মালিক রিপন মিয়াসহ পরিবারকে জানায় । এ ঘটনায় পুলিশ গত বুধবার রাতে রুপালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লম্পট ধর্ষক আলমগীর ওরফে আলমকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরণ করে।