জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁয়ের মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদ (২৮)কে গ্রেপ্তার করেছে।
গত সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের রিয়াজুল উলুম মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারি সোনারগাঁ থঅনার চোনাইন বড়ভিটা এলাকার মৃত ইসমত আলী মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ৩৩(৩)২৩। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিনসহ সঙ্গীয় র্ফোস গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরস্থ রিয়াজুল উলুম মাদ্রাসার সামনে বিশেষ অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী ও চিহিৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন ওরফে সিনবাদের বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় গাড়ী ছিনতাই, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।