বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে চেক ডিজনার মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী এহসানুল আমিন ওরফে রোমান (৪৫) ও যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুর হোসেন (৩০)কে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার (১৩ আগষ্ট) রাতে বন্দর থানার কদম রসুল কলেজ মাঠপাড়া ও হাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার মৃত শওকত আমিন মিয়ার ছেলে চেক ডিজনার মামলার সাঁজাপ্রাপ্ত আসামী এহসানুল আমিন ওরফে রোমান ও হাজীপুর এরাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুর হোসেন।
জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদার ও সহকারি উপ-পরিদর্শক সাইফুলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উল্রেখিত এলাকায় অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।