বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী হামলায় ভাই-বোন রক্তাক্ত জখম হয়েছে। ঐ সময় হামলাকারীরা বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে বোন শিল্পী বেগমকে শ্লীতাহানী করে ঘরবাড়ি ভাংচুর চালিয়ে ১০ হাজার টাকা ক্ষতিসাধনসহ দুই ভাই/বোনকে পিটিয়ে একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেশ্বরী এলাকার মোঃ হোসেনের ছেলে মোবারক হোসেন (৩৫) ও বোন শিল্পী বেগম (৩০)।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত মঙ্গলবার (২৬ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেশ্বরী এলাকায় ঐ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতদের পিতা মোঃ হোসেন বাদী হয়ে ঘটনার দিন রাতে একই এলাকার নিজাম মিয়ার ছেলে হামলাকারী সালে মোহাম্মদ ও একই এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে জাহাঙ্গীর এবং তার স্ত্রী কমলা বেগমের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, বাড়িঘর ভাংচুর ও ভাই-বোন আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।