বন্দরে গৃহবধূ জরিনা আত্মহত্যার প্ররোচনার মামলার এজাহারভূক্ত আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৭ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকার মৃত ফজল মিয়ার স্ত্রী রওশন আরা (৬০) ও তার মেয়ে ফজিলা বেগম (২৫)। এর আগে গত ৬ অক্টোবর দিবাগত রাত ২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ আত্মহত্যার প্ররোচনার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আত্মহননকারি গৃহবধূর পিতা বদর উদ্দিন মিয়া বাদী হয়ে পাষন্ড স্বামী, শাশুড়ি ও ২ ননদের নাম উল্লেখ্য করে আত্মহত্যার প্ররোচনায় বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২(১০)২২।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ সম্প্রতি বন্দর থানায় দায়েরকৃত গৃহবধূ জরিনা আত্মহত্যার প্ররোচনার মামলার এজাহারভূক্ত আসামী শাশুড়ি রওশন আরা ও তার মেয়ে ফজিল বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।