নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিকা নামে এক সন্তানের জননী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে পাষণ্ড স্বামী।
বুধবার ১৩ এপ্রিল সকালে কোর্টপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অনিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর্চাতলা গ্রামের আবুল কালামের মেয়ে ও অটোরিকশা চালক আশিকউল্লাহর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আশিক পলাতক রয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক সাহা জানান, রাতের কোনো এক সময় আনিকাকে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যার করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি নির্জনস্থানে নিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পলাতক স্বামী আশিকউল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।