1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:২০ অপরাহ্ন

বন্দরে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি!

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বন্দর উপজেলার বিভিন্ন রুটে গণপরিবহনের ভাড়া আশঙ্কা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে যাত্রী সাধারনরা। ভুক্তভোগী যাত্রী সাধারন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিশেষ করে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর রুটে চলাচলরত গনপরিবহনের মধ্যে বাস, সিএনজি ও ইজি বাইকের ভাড়া অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

তারা আরো জানিয়েছে, পূর্বে একজন যাত্রী মদনগঞ্জ বাসস্ট্যান্ড হইতে মদনপুর বাসস্ট্যান্ড গিয়ে বাস ভাড়া দিত ২০ টাকা। এখন একজন যাত্রী মদনগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উঠে মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাড়া গুনতে হচ্ছে ৩০টাকা থেকে ৩৫ টাকা। এছাড়াও মদনগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মদনপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সিএনজির পূর্ব ভাড়া ছিল ২৫ টাকা । এখন ওই পথে একজন যাত্রীকে সিএনজি ভাড়া গুনতে হয় ৩০ থেকে ৩৫ টাকা। বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ভ্রাম্যমান আদালতের অভিযান না থাকায় এ সুযোগে গনপরিবহনের মালিক ও শ্রমিকরা সাধারন যাত্রীদের নানা অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

এ ছাড়াও এ রুটে ইজিবাইকের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে সাধারন যাত্রীরা এ অভিযোগ তুলেছে। মদনগঞ্জ টু মদনপুর সড়কসহ বন্দরে বিভিন্ন রুটে অতিরিক্ত গনপরিবহনের ভাড়া বৃদ্ধির কারনে সাধারন যাত্রীরা পরেছে চরম বিপাকে। সরকারি নীতিমালা না মেনে বন্দরে বিভিন্ন গনপরিবহনের মালিক সমিতি ও শ্রমিক কমিটির অসাধু কর্মকর্তারা উক্ত রুটে ভাড়া বৃদ্ধি করায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ওই রুটে চলাচলরত যাত্রী সাধারনরা। গনপরিবহনের অতিরিক্ত ভাড়া থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরাত এ খুদা জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী যাত্রী সাধারন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com