বন্দরে পশ্চিম কল্যান্দি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শুক্রবার বিকেলে বন্দর উপজেলার পশ্চিম কল্যান্দি এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আহাম্মেদ তুষার মাঈন উদ্দিন ।
কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক কল্যান্দি পঞ্চায়েত কমিটি মোঃ আশরাফ হোসেন বাচ্চু, সমাজ সেবক হাজী হান্নান, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ কাজী আনিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বন্দর উপজেলা আওয়ামী লীগ মোঃ আব্দুল হাই, সদস্য মোঃ কুতুব উদ্দিন, বন্দর উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল আউয়াল মিয়াজী, যুবলীগ নেতা মোঃ মোক্তার উদ্দিন মুক্ত, মোঃ হামিদ উল্লাহ, মোঃ বশির উদ্দিন, মোঃ আনোযর হোসেন, পীরমোহাম্মদ, আ’লীগ নেতা হাজী রফিকুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ঢালী, হাজী মোঃ শাহজাহান, মোঃ জাকারীয়া কবির বিক্রম মোঃ রুবেল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা অর্নব,শাওন প্রমূখ।