বন্দরে ফসলি জমির উপর দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচলে বাধা দেওয়ার জের ধরে ফকরা পাতিনেতা ওয়াহিদুজ্জামান ও আইয়ুব মেম্বার গং কর্তৃক মিজানুর রহমান (৪২) নামে এক নিরীহ যুবককে দুই দফা পিটিয়ে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে সোপর্দের ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭জানুয়ারী) সকাল ১০টায় বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়াস্থ শাহ আব্দুল আজিজ শাহ সাহেবের মাজার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কুড়িপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতি বক্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, কুড়িপাড়া ঐতিহ্য রক্ষার দায়িত্ব আপনাদের। আমি যত টুকু শুনেছি মিজানুর জীবনে একটি সিগারেট খায়নি। অথচ তাকে দুই দফা নির্মম ভাবে পিটিয়ে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ইয়াবা কোথায় থেকে আসল। এর সুষ্ঠ তদন্ত প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
কুড়িপাড়া এলাকার সমাজ সেবক এডঃ শাহ মাজহারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাদল, সমাজ সেবক ইকবাল হোসেন, শাহিন মাতবর, মোঃ জুলহাস, আব্দুল মতিন মিয়া, আব্দুর রহিম, সমাজ সেবক কাইয়ুম ও গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের স্ত্রী ও ছোট ভাই নবী নূর প্রমুখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কুড়িপাড়া এলাকার সমাজ সেবক নুরুল হক গাজী, মোঃ ফিরোজ, খোকন, সোহেল, জাহাঙ্গীর, শাহ আলম, মোশারফ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা আরো বলেন, কুড়িপাড়া এলাকাবাসী আজ থেকে ঐক্যবদ্ধ। আমরা যারা কুড়িপাড়া এলাকায় বসবাস করি। আমাদের মাঝে মত পার্থক্য থাকতে পারে। আমরা এখানে যারা আছি আমরা যেই যেই দল করিনা কেন এলাকা রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। অনতি বিলম্বে নিরীহ মিজানুরের মুক্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এএসবি ব্রিক ফিল্ডের মালিক ও মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ও আইয়ুব মেম্বারগং গত মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুর দেড়টায় নিরিহ মিজানুরকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বুনিয়াদী হাজরার বিল থেকে ধরে এনে ফুলহর এলাকাস্থ এএসবি নামীয় ইটভাটার ভিতরে আটক রেখে শারীরিক নির্যাতনের পর ২ পিছ ইয়াবা ট্যাবলেট দিয়ে ধামগড় ফাঁড়ী পুলিশে সোপর্দ করে উল্লেখিত চক্র।