বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় বন্দর থানার বাগবাড়ী আকিজ ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন ইয়াবা ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৩ (১১)২২।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার জনৈক হিরু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ইস্রাফিল মিয়ার ছেলে আবির হোসেন (৩৫) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইসমানিচর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রায়হান (২২) ও বন্দর চিতাশাল উইলসন রোড এলাকার মৃত সুজত আলী মিয়ার ছেলে আলমগীর (৪৩)। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবিরসহ গ্রেপ্তারকৃত ৩ ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ বাগবাড়ী, কবিলেমোড়, বন্দর কলাবাগ এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। বন্দর ফাঁড়ী এসআই নাহিদ মাছুমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ী ট্রাক স্ট্যান্ডের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করে মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।