বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাছুম ওরফে পিচ্ছি মাছুম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১৮ মার্চ) গভীর রাতে বন্দর থানার ২২নং ওয়ার্ডের বন্দর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মাছুম ওরফে পিচ্ছি মাছুম বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী পিচ্ছি মাছুমকে মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর ফাঁড়ী এসআই আলমগীর হোসেন জানান গ্রেপ্তারকৃতমাদক ব্যবসায়ী পিচ্ছি মাছুম দীর্ঘ দিন ধরে বন্দর বাজার, একরামপুর, ইস্পাহানীসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। এ ছাড়াও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পিচ্ছি মাছুমের বিরুদ্ধে বন্দর থানার ১৯(১)২১ নং মাদক মামলার ওয়ারেন্টে রয়েছে।