মেহেদী হাসান মুন্নাঃ নারায়ণগঞ্জের বন্দরে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে যাত্র শুরু করলো সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “চেঞ্জ”-উই আর পাওয়ার। (১৪ এপ্রিল ) বৃহস্পতিবার বন্দরের বড়বাড়ীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর ক্লাব লিমিটেড এর সভাপতি জিয়াযুল হাসান জিসু। আরো উপস্থিত ছিলেন, দৈনক অগ্রবাণী প্রতিদিন পত্রিকার বন্দর প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বন্দর প্রতিনিধি ও বাংলাদেশ বার্তা’র বার্তা সম্পাদক মেহেদী হাসান মুন্না, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আকাশ, মোঃ রিয়াদ সহ আরো অনেকে।
বন্দর ক্লাব লিমিটেড এর সভাপতি জিয়াযুল হাসান জিসু বলেন, ইফতার মাহফিলের মধ্যে দিয়ে সামাজিক ও অরাজতৈনিক সংগঠন “চেঞ্জ” এর শুভ যাত্রর শুরু। আমরা সকলে সংঘবদ্বভাবে একসাথে সমাজের যে সকল উন্নয়ণ এবং নিজেকে পরিবর্তন করা যায় তা কররো। সকলকে এই সংগঠনে আহব্বান করছি। আমরাই শক্তি আরাই পাওয়ার।