বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী ধাক্কায় আমজাদ হোসেন দেওয়ান (৪৬) নামে এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৯ জুন বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ পিপাসা পেট্রোল পাম্পের সামনে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ হোসেন দেওয়ান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর উত্তরপাড়া এলাকার রেহান উদ্দিন দেওয়ানের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের পিতা রেহান উদ্দিন দেওয়ান বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(৬)২২। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক বেনু ভূষন দাস গণমাধ্যমকে জানান, গত ৯জুন শুক্রবার রাত ৮টায় সোনারগাঁ থানার কাঁচপুর উত্তরপাড়া এলাকার আমজাদ হোসেন ঢাকা টু চট্রগ্রাম মাসড়কের কেওঢালা রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে আমি এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।