সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি কারা নির্যাতিত নেতা স্বর্গীয় দীনেশ সুত্রধরের ২য় মৃত্যু বার্ষিকী আজ। ২০২০ সালের ১৭ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ত্যাগী যুবলীগ নেতা।
আজ (শুক্রবার) ১৭ই জুন সন্ধায় উদ্ধবগঞ্জ বাজার ফজলুল হক মার্কেটে যুবলীগ অফিসে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই যুবলীগ নেতার স্মৃতিচারণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁও পৌরসভার জনপ্রিয় মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান। নেতৃত্ববৃন্দ প্রয়াত যুবলীগ নেতা দীনেশ সুত্রধরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
সভাপতির বক্তব্যে জনপ্রিয় মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান বলেন, প্রয়াত দীনেশ সুত্রধর একজন আওয়ামী লীগ প্রেমী মানুষ ছিলেন। তিনি কোন সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করেননি। ২০০১ সালে শুধু আওয়ামী রাজনীতির কারণে তৎকালীন মন্ত্রী রেজাউল করিমের ব্যক্তিগত রোষানলে পড়ে বিএনপির ক্ষমতাকালীন সময়ে একদিনের জন্য নিজ বাড়িতে থাকতে পারেননি। তিনি গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন অমানুষিক নির্যাতন ভোগ করেছেন তবু আওয়ামী লীগ ছেড়ে যাননি। তিনি আরও বলেন, এমন একজন ত্যাগী নেতার যথাযথ মুল্যায়ন হওয়া উচিত। আমি আশা করব আগামীতে সকলে এই আওয়ামী লীগ নেতার যথাযথ মুল্যায়ন করবেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর রাখবেন।
সভাশেষে প্রয়াত যুবলীগ নেতা দীনেশ সুত্রধরের বিদেহী আত্মার শান্তি কামনায় ও তার পরিবারের সদস্যদের প্রতি শুভকামনা জানিয়ে আশীর্বাদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মধু, আওয়ামী লীগ নেতা হাজী মাসুম বিল্লাহ, পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি আঃ মালেক, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শামীম , সোনারগাঁও পৌরসভা যুবলীগের সহ-সভাপতি অপু সারোয়ার, যুবলীগ নেতা রেজওয়ানুল হক টিটু, গাজী টগর, শাহিন আলম স্বাধীন, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক গাজী ওমর ফারুক, দীপন সরকার, খোকন সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।