কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের মুজাহিদ নগর এলাকায় পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী জানান, সড়কের পাশে পরিত্যক্ত টয়লেটে
নিহতের লাশ পড়ে ছিল। লাশটি ৮ থেকে ১০ দিন আগের হওয়া শরীরের বিভিন্ন অংশ পোকা ধরে গিয়েছে। তাই শরীরের আঘাতে কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।