গাজী আলমগীর হোসেন ঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮শে নভেম্বর। মোগরাপাড়া ও বৈদ্যের বাজার ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন হচ্ছে না। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৮টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে বারদী, নোয়াগাঁও জামপুর ও সম্ভুপুরা ইউনিয়নে দুর্বল প্রার্থীদের নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে কথিত বিরোধী দল জাতীয় পার্টি। যে জাতীয় পার্টি গতবারের নির্বাচনে মাত্র দুটো ইউনিয়নে দলীয় মনোনয়নে লাঙ্গল মার্কায় নির্বাচন করেছিল সেখানে এবার ৪টি ইউনিয়নে প্রার্থীতা চুড়ান্ত করেছে। সোনারগাঁয়ের রাজনৈতিক বোদ্ধারা বলছেন, জনপ্রিয়তায় দুর্বল জাতীয় পার্টি ৪টি ইউনিয়নে মনোনয়ন দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে তার একমাত্র কারন ক্ষমতাশীন দলের মনোনীত দুর্বল প্রার্থী। সোনারগাঁওয়ে যে ৪টি ইউনিয়নের নৌকার মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়েছে সেই কয়টা ইউনিয়নেই জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে। বিশিষ্ট জনেরা বলছেন, জাতীয় পার্টি আসলে সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।
জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মবিশ্বাস নিয়ে বলেন,আমরা যে ৪টি ইউনিয়নে আমাদের দলের প্রার্থী দিয়েছি প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও গ্রহনযোগ্য। তাছাড়া আমাদের প্রিয় নেতা সোনারগাঁওয়ের সাংসদ যে উন্নয়ন করেছেন আশা করি এসব বিবেচনায় লাঙলের পক্ষে জোয়ার উঠবে ইনশাল্লাহ।