আসাদুজ্জামান চৌধুরী :
নাটক ও ওটিটি এই দুইয়ে মিলে দারুণ সময় পার করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন।
গত ২২,২৩ জানুয়ারি সম্পন্ন হলো নির্মাতা তৌহিদ হক এর পরিচালনায় নাটক “পাবো কি তারে” এর শ্যুটিং।
এখানে শাওন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। নাটক “পাবো কি তারে” এই তরুণ পরিচালকের দ্বিতীয় নাটক।
এর আগে সাদিয়া আইমান মনিরা মিঠু কে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন নারী প্রধান “রিগ্রেট”
নাটকটি।
যা মাছরাঙা টেলিভিশনে অনএয়ারের অপেক্ষায় রয়েছে।
“পাবো কি তারে” প্রসঙ্গে জিজ্ঞেস করলে পরিচালক বলেন, আমি সত্যি সৌভাগ্যবান যে, আমার নাটকের প্রযোজক আমার মা নিজে। মা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে নিয়ে অনেক আশাবাদী এবং আমি সকল শ্রেণীর দর্শকের কাছে দোয়া চাই যেন, আমার মা ও দর্শকদের মুখে কাজটির মাধ্যমে হাসি ফুটাতে পারি।
“পাবো কি তারে” রোমান্টিক গল্পের উপর নির্মিত।
এখানে অভিনয় করেছেন শাওন,ফারিন,আসমা,জিল্লু রকি খান, মৌ শিখা ও আরও অনেকে।
আমি অনেক আশাবাদী কাজটা নিয়ে।
ফারিন খান এ সময়ের আলোচিত নায়িকা, কদিন আগে কাজল আরিফিন অমির ফিমেল থ্রি তে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। নাটক প্রসঙ্গে ফারিন বলেন, পাবো কি তারে আমার খুব ভালো একটি কাজ।
কারন, কনকনে শীতের ভিতর শুটিং করার যে কি অনুভুতি, সেরা একেবারেই ভিন্নধর্মী। সত্যি আমরা অনেক কষ্ট করেছি শুটিং সেটে। আমার সহশিল্পী শাওন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে।
কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড।
“পাবো কি তারে” নাটকটি এখন পোষ্ট প্রোডাকশনে রয়েছে , এটি সম্পন্ন হলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন দর্শকরা।