নিজস্ব প্রতিবেদকঃ ” নিউজ টু নারায়ণগঞ্জ ” এর ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জালাল টাওয়ারের তৃতীয় তলায় সোনারগাঁ মডেল প্রেসক্লাবের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনারগাঁয়ের সাংবাদিকরা উপস্থিত থেকে নিউজ টু নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সাংবাদিকরা নিউজ টু নারায়ণগঞ্জ এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সাথে সোনারগাঁ মডেল প্রেসক্লাব ও নিউজ টু নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি গাজী আলমগীর হোসেনকেও ধন্যবাদ জানান।পরিশেষে সকলে মিলে কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ এর ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ মডেল প্রেসক্লাব এবং সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মেঘলা টিভির চেয়ারম্যান, বিবিসি প্রেসের সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ, সোনারগাঁ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার মেঘনা প্রতিনিধি ফারুক হাসান,সোনারগাঁ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক ও ৭১ টিভি এবংদৈনিক আজকের পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ শ্রাবন, সাহিত্য ও প্রচার সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সোনারগাঁ প্রতিনিধি কামরুল ইসলাম, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি হাবিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সমির সরকার, যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোক্তার হোসেন, সোনারগাঁ ঈশাখা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক ও দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও এসজি টিভির মোঃ অহিদুল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম পাপ্পু, তৌরব হোসেন, সুমন আল হাসানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।