নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) দুপুরে এক তরুণী থানায় অভিযোগ দেয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে দেলোয়ার এক রুমে ও অন্যরুমে দুই তরুণী সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটে রান্না করার ঘর একটি। সাত দিন আগে দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি একা বাসায় থাকতেন।
গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত এগারোটার দিকে দুই তরুণী কাজ শেষে গার্মেন্টস থেকে ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই খিচুড়িতে আগেই দেলোয়ার নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন। পরে দেলোয়ার তাদের দুজনকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।