আজ ধর্মতলা বিধান মার্কেট এর সামনে থেকে বেলা তিনটার সময় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি লালবাজার অভিযান করেন। আনিস খুনের প্রতিবাদে এবং তপন কান্দু ও অনুপম দত্ত খুনের প্রতিবাদে রাজ্যের আইনশৃংখলার চরম অবনতির প্রতিবাদে লালবাজার অভিযান করলেন কংগ্রেস কর্মীরা, প্রায় ৩০ থেকে ৩৫ জন কংগ্রেস কর্মী স্লোগান দিতে দিতে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদ জানাতে জানাতে যখন ধর্মতলা লালবাজার অভিমুখে জান। ঠিক সেই সময় অরিয়েন্ট সিনেমার কাছাকাছি পুলিশ প্রশাসন ব্যারিকেড করে দেন এবং পথ আটকে দেন। কংগ্রেস কর্মীরা ঠেলাঠেলি করে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, অবশেষে ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ তাদের গ্রেপ্তার করে ১৫ /২০ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যান। তারা জানান আমরা লালবাজারে প্রতিবাদ করার জন্য এবং দোষী পুলিশদের শাস্তি দেওয়ার জন্য লালবাজার অভিযান করছিলাম, যাতে দোষীদের শাস্তি হয় এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। বেশকিছু পুলিশ অফিসারের জন্য সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে, কিন্তু আমাদেরকে এখানে আটকে দেয়া হলো, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার, খুনখারাপি চলছে, সেটা বন্ধ হোক, আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি । উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ যাদব, এছাড়া ছিলেন চন্দন মুখার্জি, প্রতাপ মন্ডল, সোমা গাঙ্গুলী, অর্চনা পোদ্দার সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।. .। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়