মোঃ মিজান বেপারী, কেরানীগঞ্জ থেকে ঃ
ঢাকার কেরানীগঞ্জ থেকে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামীসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন,
মোঃ ইমন হাওলাদার (২৩), মোঃ রাজিব (২৩), মোঃ রকি (২২) ও মোঃ জীবন (২৩)। আজ বিকালে র্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান, বুধবার মধ্যে রাতে র্যাবের একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানার বাড়িশুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৯ , ধারা-১৩৪/৩৮৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড (চাঞ্চল্যকর রুবেল হত্যা) মামলার প্রধান আসামীসহ পলাতক ০৪ আসামীকে গ্রেফতার করে।
র্যাব-১০ আরও জানান, হত্যাকান্ডে ব্যবহৃত ১টি স্টীলের রক্তমাখা ছোরা ও হত্যাকান্ডের সময় আসামীদের পরিহিত রক্তমাখা পোশাক জব্দ করা হয়। প্রধান আসামী মোঃ ইমন হাওলাদার নেতৃত্বে আসামীরা রুবেলের ছোট ভাই শাহীন এবং মোবারক এর খেলনার দোকানে আসামীর এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু রুবেলের ভাইয়েরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগন তাদের সাথে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামীরা শাহীন ও মোবারকে মারধর করতে থাকে। পরবর্তীতে রুবেল বাধা দিতে আসলে আসামীরা রুবেল, শাহীন ও মোবারককে ছোরা দিয়া এলোপাথারি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অসুস্থাবস্থায় রুবেলকে তাদেরকে মিডফোর্ড কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষনা করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।