নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুর ইউনিয়নের ৭০নং ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ. লীগ নেতা হাজী আলম চান, মাসুম বিল্লা, আবু হানিফ, শাহজালাল, শাহপরান, জহির চান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ ও শিক্ষকরা। বই বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিগত বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান বলেন, বিশ্বের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ণে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাপনাকে গুরুত্ব সহকারে নিরলস কাজ করছে। ৭০নং ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নত ও বিশ্বমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ। আগামীতে এ তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই ভালো পড়াশোনা ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই।