মো. জাকির হোসেন ঝন্টুঃ- আজ (১৫ আগস্ট) সোমবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে সোনারগাঁও উপজেলার সাদিপুর, জামপুর, নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, দোয়া ও গনভোজের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। এ লক্ষ্যে সাদিপুর ইসলামীয়া আলীম মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দানবীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মো মুকবুল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার শত শত গন্যমান্য ব্যাক্তিবর্গ। অপর দিকে, সাদিপুর উচ্চ বিদ্যালয়ে অনুরুপ ভাবে জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা। সাদিপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ্ব মো আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ১৫ আগষ্ট পালিত হচ্ছে।