মোঃ শহিদুল ইসলাম ( শহিদ),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মুজিব আদর্শের লড়াকু সৈনিক
দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড(খ ইউনিট) আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ভালো মনের মানুষ অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর সকলের প্রিয় মানুষ হারুনের শুভ জন্মদিনে সকল স্তরের গরিব-দুঃখী সকল নেতাকর্মীদের জানান প্রাণঢালা মুজিবীয় অভিনন্দন ও শুভেচ্ছা–
কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ সমাজসেবক মোঃ হারুন।
আজ চট্টগ্রাম দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের (খ) ইউনিট কমিটির বিপ্লবী সভাপতি ও সকলের সুপ্রিয় কর্মীবান্ধব মোঃ হারুনের জন্মদিন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের পরিবারের উঠোনে নিয়মিত পদচারন যারা করেন তারা সবাই নিজের বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা ও ভালোবাসেন।
তাই আজ (৫ জানুয়ারি) তার জন্মদিন সবাই মনে রেখেছেন। আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, পরিবারের সদস্যরা মোঃ হারুনকে সব সময় তাদের একজন অভিভাবক হিসেবে মনে করেন।তাছাড়াও দলমত নির্বি শেষে একজন সমাজ সেবক পরোপকারী হিসেবেই সকলে শ্রদ্ধা করেন।সবাই আশাবাদী শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ নয়, ব্যাক্তিগত জীবনেও তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই থাকবেন সারাজীবন।