ঘারমোড়া পিজিয়ন ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শুক্রবার রাত ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান। বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘারমোড়া কেন্দ্রী জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মাঈনউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম জুয়েল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক শাহীন, সমাজ সেবক হাজী নাজিম উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রেমাক্তার উদ্দিন মুক্তু প্রমুখ। ঘারমোড়া পিজিয়ন ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মন্টু, ফজর আলীসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।