স্টাফরিপোর্টারঃ- বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর গোলজার হোসেন প্রধানের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারী সকালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের তিলাবো-বাসাবো এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে ওসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক দানবীর মো. গোলজার হোসেন প্রধান। স্থানীয় তিলাবো-বাসাবো গ্রামের সমাজসেবক আলামিন, রবিউল্যাহ মাতাব্বর, আলাউদ্দীন প্রধান ও দীলমোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় অত্র এলাকার মুকবুল,শাহাকামাল,আবুতালিব,কাউসার,মোজাফফর, সমাজসেবক সুমন, আলমগীর, সুমন, আমিনুল, মো. মামুন,আলী আকবর, সেলিম, ম্যানেজার কাউসার, রাব্বি, শাকিল, জহিরুল, সোহাগ, সফিউল্লাহ সহ অত্র এলাকার শত শত গন্যমান্য এলাকাবাসী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের আত্ম নিবেদিত প্রাণ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো গোলজার হোসেন প্রধান বলেন, প্রতি বছরের ন্যায় শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আজো এখানে নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। ইতিপূর্বে জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত ৯ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজকে আরো এক হাজার কম্বল সহ ১০ হাজার শীতবস্র কম্বল বিতরণ করছেন। আল্লাহ তাকে আরো তৌফিক দান করেন যেন এভাবে মানুষের সেবা দিতে পারেন এর জন্য আল্লাহ রাবুল আলামিনের নিকট শুকরিয়া প্রার্থনা করেন তিনি। তিনি বলেন, আমি সব সময় নিরহ মানুষের পাশে আছি ইনশাল্লাহ। পরিশেষে অবহেলিত মানুষের পাশে থেকে বাকী জীবন যেন সেবা করতে পারেন আশাব্যাক্ত করে উপস্থিত সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।