আলিফা আরিফা
স্টাফ রিপোর্টার, গাজীপুর :
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের কাজ সম্পর্কে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথির অগ্নি প্রকল্প অফিসে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ নূর খান লিটন, সংস্থার জ্যোষ্ঠ সমন্বয়কারী দিলীপ কুমার পাল, অগ্নি প্রকল্পের সমন্বয়কারী সাবরীনা মমতাজ, জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান (আমান) প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আলোচনা করেন। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান, মূলতঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করা অগ্নি প্রকল্পের কাজ।
এ কাজে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত হওয়া সামাজিক দায়বদ্ধতা।
অগ্নি প্রকল্প নিয়ে ব্র্যাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এ প্রকল্পের কার্যক্রম গাজীপুর ও রাজশাহী জেলায় পরিচালিত হচ্ছে।