ঢাকার কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী নুরুলকে কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।আজ বিকালে মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ জানান,রবিবার রাতে ঢাকার পল্টন থানার কাকরাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে কেরাণীগঞ্জের স্বামীর হাতে প্রবাসী স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীর স্ত্রী রেশমা আক্তারের সাথে কাতার প্রবাসী এক যুবকের সম্পর্কের সন্দেহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এতে নুরুল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার স্ত্রী রেশমা আক্তারকে তার ভাড়া করা বাসায় নিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে । অত্র হত্যাকান্ডের পরপরই নুরুল ইসলাম নিজেকে আত্মগোপন করার জন্য প্রথমে বরিশাল গমন করে। সেখানে একদিন অবস্থান করার পর সে লঞ্চযোগে ঢাকা ও চাঁদপুর হয়ে চট্টগ্রাম যায়। চট্টগ্রামে দুইদিন অবস্থান করার পর সেখানেও সে নিজেকে নিরাপদ মনে না করে পুনরায় ঢাকা হয়ে বরিশাল যাওয়ার সময় র্যাবের নিকট গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জ থেকে, মোঃ মিজান বেপারী