বন্দরে সুদূর কুমিল্লা সদর দক্ষিন থানার মাদক মামলার যাবত জীবন সাঁজা ও চাঁদপুর জেলার কচুয়া থানার অপর একটি মাদক মামলার ১০ বছর ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজালাল ওরফে জালাল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী শাহ জালাল ওরফে জালাল বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদার ও সঙ্গীয় র্ফোস গত শনিবার দুপুরে বন্দর থানার কুশিয়ারা এলাকায় ওয়ারেন্ট তামিলের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার পৃথক দুইটি থানার মাদক মামলার যাবত জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহ জালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে উল্লেখিত ২টি সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে।